আমি ক্ষুধার্ত
---------- কামাল উদ্দিন।
তাং ৩০/৯/২০১৯ইং।
আমি ক্ষুধার্ত শুধু তোমার ভালোবাসার জন্যে
তোমাকে এক নজর দেখার জন্যে ছুটে চলি হয়ে হন্যে।
তুমি কি বুঝো না ভালোবাসার কোন খাদ থাকেনা,
যাদের ভালোবাসার ভিতরে খাদ থাকে তারা ভালো বাসতে জানেনা।
ভালোবাসা সে তো অদৃশ্য, তাকে দেখা যায়না
শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় লাগেনা আয়না।
আমি ক্ষুধার্ত তোমাকে এক পলক দেখার জেন্যে
হয়তো তুমি তা জানোনা তাই পালিয়ে বেড়াও অরণ্যে।
আমি পিপাসিত এক পেয়েলা ভালোবাসা পানের জন্যে
সদাই তাকিয়ে থাকি আকাশ পানে প্রত্যহ অপরাহ্নে।
তুমি কি আসিবে ক্ষুধার্ত এই পথিকের ক্ষুদ্র নীড়ে
যে নীড়ে সারাক্ষন দুই নয়নের বারী ঝরে।
0 Comments