Ticker

6/recent/ticker-posts

এ বছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না

 

এ বছর কোন বার্ষিক পরীক্ষা হচ্ছে না। নভেম্বর-ডিসেম্বর মাসে ৩০ কর্মদিবসের সিলেবাস শেষ করার মাধ্যমে হবে মূল্যায়ন।

বুধবার (২১ অক্টোবর) অনলাইন সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দিপু মনি।


এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, এই ব্যবস্থায় পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছেন। এর দ্বারা একজন শিক্ষার্থীর কোথায় সমস্যা রয়েছে সেটির পাশাপাশি কত সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌছানো গেলো না তা চিহ্নিত করা যাবে বলে মন্তব্য করেছেন দীপু মণি। 


শিক্ষামন্ত্রী আরও জানান, ৩০ কর্মদিবসে সম্পন্ন করার সিলেবাস এবং সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট টেলিভিশন ও অনলাইন ক্লাসে প্রচারের পাশাপাশি ওয়েবসাইটেও দেয়া থাকবে, পৌছে দেয়া হবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেও।


+উল্লেখ্য চলতি বছরের জেএসসি পরীক্ষা বাতিল এবং সময়মতো এসএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ায় এই পদ্ধতি শুধুমাত্র ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে।

Post a Comment

0 Comments