Ticker

6/recent/ticker-posts

ভালো বাসার ছন্দ পতন।

ভালো বাসার ছন্দ পতন।
                       কামাল উদ্দিন।



ভালো বাসার ছন্দ পতনে
সবই তো অসহ্য যাতনে,
হৃদয়টা ভেঙ্গে খান খান
তবুও রেখেছি যতনে।।

সমুদ্রের ফেনা বেঁধেছে জোঁমাট
ঠিক উল্টো পাকের মোরে,
জীবনের সমস্ত প্রেম দিয়ে
বাসিনু ভালো অন্তর নিংড়ে।।

শুধু দেইনি কভু বিবেকের
কালো হাত তার গায়ে,
এটাই কি ভুল ছিলো?
সহেনি তার অন্তর জ্বালা ময়ে।।

সে তো অন্ধঁ ছিলো
দেখেনি গোপন আয়না কখনো,
সদায় বুঝেছে ছাঁই পাস
ভুল পথে বিঁধিলো কাঁটা তখনো।।

তবুও তারে বেসেছি ভালো
করিনি তো অভিশাপ,
তাই বুঝি বহু বছর পরে মেললো আঁখি
জাগিলো জমাঁট বাধাঁ প্রলাপ।।

ধৈর্য ধরো, ওহে ধৈর্যহারা পথিক
কোন এক দিন খুজে পাবে পথ,
যেদিন উঠিবে রবি পূর্ব আকাশে
দেখিবে ডাকছে রূপসি নারী নেড়ে নাকের নথ।।

Post a Comment

3 Comments