Ticker

6/recent/ticker-posts

আমাদের ছোট নদী

আমাদের ছোট নদী
                     -------- কামাল উদ্দিন।

তাং ০৩/১০/২০১৯ইং।


আমাদের ছোট নদী
চলে আঁকে বাঁকে
খলসে পুটি আর চেলা মাছ
ছুটে ঝাঁকে ঝাঁকে,
তাই ধরতে কানি বগ
ওত পেতে থাকে।।

কেউ বায় ধর্ম জাল
কেউ বায় ভেওয়াল
কেউ টানে মই জাল
গড়ে তুলে দেয়াল।।

কেউ পাতে ফাঁন্দি জাল
কেউ ফেলে চাঁই
কেউ আবার মিছা মিছি
করে হৈ চৈ।।

কেউ ফেলে টানা বর্শী
কেউ  পুঁতে খুঁটি
কেউ আবার কাঁদা জলে
খায় লুটো পুটি।।

আমাদের নদীর দুই ধারে
ঘন সবুজে ঘেরা
মাঝে মাঝে কৃষক ভাইয়েরা
দিয়ে রাখে কাঁটার বেড়া।।

আমাদের ছোট নদী
মায়া দিয়ে ঘেরা
এমন সুন্দর  নদীটি
কোথায় পাবি তোরা।।

নদীটি হলো ঘুঘু মারির
সারিয়াকান্দী থানা
এই নদীতে সাঁতার কাটতে
নেই তো কভু মানা।।

হাঙ্গর নেই কুমির নেই
আছে শুধু মায়া
নদীটি পার হতে
লাগে না তো খেয়া।।

Post a Comment

0 Comments