মায়ের ভালোবাসা
----------- কামাল উদ্দিন।
তারিখঃ ০২/১০/২০১৯ইং।
মায়ের ভালোবাসার নেই তুলনা
খায়না পেট পুরে,
ঐ দুর তাল গাছেতে রয়েছে ছানা
ঠোঁট দুটো হা করে।।
পোকা মাকড় যাই দেখুক
জমা করে দোনায়,
এক পলকে উড়ে আসে হেথায়
বাচ্চাটি ক্ষুধায় ডানা ঝাপটায়।।
বাবা পাখিটার নেই ভাবনা
উড়ে চলে এ ডালে সে ডালে,
মা পাখিটা ঠোঁটে করে আনে খাবার
খায়না কভু গিলে।।
মায়ের আদরের নেই তুলনা
পাখা দিয়ে ঢেকে রাখে সদাই,
খালা মাসি যাই বলো
মায়ের তুলনা নাই।।
0 Comments