Ticker

6/recent/ticker-posts

আশির্বাদ

আশির্বাদ
       ------ কামাল উদ্দিন।
রচনা তারিখঃ

২৩/৯/২০১৯ইং।

পঁচাআশিতে মায়ের বিয়ে
জন্ম তোমার সাতা আশি,
দেখতে তুমি কত সুন্দর
সুন্দর তোমার মুখের হাশি।।

তুমি আজ হয়েছো বড়
আমার নিকটে রয়েছো শিশু,
রাতের বেলায় ঘুমাতে যখন
করতে সদায় উশু বিশু।।

হাঁটার আগেই দৌড়র শিখলে
দৌড়াতে সারাবেলা,
তোমায় নিয়ে খেলতাম আমি
নানান রঙের নানান খেলা।।

নানার বাড়ি মাছির পাড়ায়
দাদার বাড়ি জোড়গাছায়,
বাবার নাম আঃ কদ্দুস
বাড়ি নতুন পাড়ায়।।

পরিচয় পর্ব শেষ হলো
আশির্বাদের পালা,
দোয়া করি সুখে থাকো
সুস্থ রাখুক আল্লাহ তায়ালা।।

তুমি হলে আমার শিশু
তোমার ও আছে দুই,
এখন তুমি বুঝতে পারো
কেমনে তোমায় ভুলে রই।।

আশির্বাদ অনবরত
চলবেই সারাক্ষন,
বিধাতা তোমায় মঙ্গল করুক
রহমতে ভরে দিক দেহ ও মন।।

Post a Comment

0 Comments