আমাদের স্কুল
------ কামাল উদ্দিন।
ঢন্ ঢন্ ঢন ঘন্টা বাঁজলো
ক্লাশ হবে শুরু,
অংক নিবেন তাজুল স্যার
বিজ্ঞান নিবেন নূরু।।
ভূগোল নিবেন নজির স্যার
সমাজ নিবেন আয়েন,
শান্তি ম্যাডাম ইংরেজি নিবেন
এর পরে হবে গায়েন।।
আয়েন স্যার কড়া অনেক
ডাংগা ভাঙ্গে পিঠে,
পিটা পিটি শেষ করে
গল্প জুড়লে লাগছে বড় মিঠে।।
নজির স্যারের বেঁতের বাড়ি
পিঠ হয়েছে বাঁকা,
পরের দিনে ক্লাশে এসে
এ কি,, সব বেঞ্চ ফাঁকা।।
নূরু স্যারের রসের গল্প
শেষ হতোনা ভাই,
কখন পড়েছে ঘন্টার বেল
কোন খেয়াল যে তার নাই।।
শান্তি ম্যাডামের ইংরেজি
হেলাল এ্যান্ড বেলাল
ভোর পাঁচটায় হেলাল উঠে
আট টায় উঠে বেলাল।।
তাজুল স্যারের ভাগ অংক
কি যে মজার ভাই,
মাঝে মাঝে আঁকতো ঘোড়া
তুলনা যার নাই।।
সকল স্যারের বর্ণনা
দিয়ে দিলাম ভাই,
এই সকল স্যার স্কুলেতে
বর্তমানে নাই।।
নজির হলো হেড মাষ্টার
সহকারি স্যার নূরু,
তাজুল হলো অংক স্যার
আয়েন সমাজের গুরু।।
এমন স্কুল কোথায় পাবো
শৈশব করেছি পার,
তোমার কথা মনে করে
কাঁদছি বারে বার।।
সারাংশঃ
আমাদের স্কুলের নাম জোড়গাছা, সরকারি প্রাথমিক
বিদ্যালয়। এই ইস্কুলের জন্ম তারিখঃ ১৯১০ইং সাল।
অগণিত কোমল মতি ছেলেরা এই স্কুলে লেখা পড়া
করে তারা জীবনে সাফল্য অর্জন করেছে।
এটি বগুড়া জেলার সারিয়াকান্দী থানার ভেলাবাড়ি
ইউনিয়নের জোড়গাছা গ্রামে অবস্থিত।
এই গ্রামে, একটি বড় জামে মসজিদ, হাইস্কুল, সিনিয়ার
ফাজিল মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, কিন্টার গার্ডেন, ব্রাক স্কুল, মহিলা কলেজ, সাফল্য সমবায়, সমিতি,
বিভিন্ন এনজিও কর্তৃক বিভিন্ন উন্নায়ন মুলক সংস্থা ও
একটি কৃষি ব্যংক আছে, ইহা ছাড়াও এতিম খানা মাদ্রাসা এবং একটি মহিলা হেফজো খানা আছে।
তা,ছাড়াও আনন্দ বিনোদনের জন্য খেলাড় মাঠ সহ বিভিন্ন প্রকার দর্শনীয় স্থান রহিয়াছে।
আপনাদেরকে আমার স্কুল ও আমাদের গ্রাম খানি
ঘুরে দেখার জন্য আমন্রন জানালাম।
বগুড়ার ধনুট হয়ে আসতে পারেন, সারিয়াকন্দী হয়ে আসতে পারেন, ইহা ছাড়াও ঢাকা হতে বগুড়া চ্যালোপাড়া হয়ে আসতে পারেন,, আপনারা আসবেন কিন্তু,,,,,,,।
0 Comments