রায়হান হত্যার পর থেকে ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত এসআই আকবর। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, বন্দরবাজার ফাঁড়ির আশেপাশের ব্যবসায়ীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা প্লাটফর্মে গান অভিনয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আর এসবের আড়ালেই করতেন নানা অপকর্ম।
দেখতে সিনেমার নায়কের মতো। করেছেন অভিনয়ও। রায়হান হত্যার পর থেকেই আলোচার কেন্দ্রবিন্দুতে পুলিশের এই এসআই আকবর হুসেন ভূঁইয়া। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বন্দরবাজার ফাঁড়ির আশপাশের ব্যবসায়ীদেরও।
পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চে কর্মরত থাকার কারণেই কি, খুঁজে পাওয়া যাচ্ছে না আকবরকে? নাকি পুলিশই তাকে পালাতে সহায়তা করেছে, এমন প্রশ্ন তুলেছেন, রাজনীতিবিদরাও।
পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছেন, আকবর পুলিশ বাহিনীর জন্য লজ্জার।
সাধারণ মানুষেরও প্রশ্ন, আকবর এখন কোথায়? এর উত্তর এখন না পাওয়া গেলেও তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি, সিলেটের সব শ্রেণি পেশার মানুষের।
0 Comments