বিশ্বে এক একর জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকার লালবাগ এলাকায়। আর বাংলাদেশের মোট জনসংখ্যার ১২ ভাগেরও বেশি মানুষ থাকেন রাজউক এলাকায়। যা দেশের মাত্র ১ ভাগ।
ঢাকা শহরের জনঘনত্ব, বাসযোগ্যতা ও উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়, ইন্সটিটিউট অব প্ল্যানার্স-বিআইপির।
বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশের তুলনায় বাংলাদেশ বিশেষ করে ঢাকায় মানুষের ঘনত্ব বেশি। উন্নয়ন নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। ঢাকা সব হিসাব মিলিয়ে ৭৭ লাখ মানুষের বসবাসের যোগ্য হলেও এখন দেড়কোটির বেশি মানুষের বাস।
0 Comments