Ticker

6/recent/ticker-posts

রোহিঙ্গা পুনর্বাসনে বাড়তে পারে জয়েন্ট রেসপন্স প্ল্যানের মেয়াদ

 

রোহিঙ্গাদের সার্বিক প্রয়োজন মেটাতে প্রতি বছর যে জয়েন্ট রেসপন্স প্ল্যান করা হয়, তার মেয়াদ তিন বছর হতে পারে। চলতি মাসের ২২ তারিখে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সম্মেলনে আসতে পারে এমন সিদ্ধান্ত। যদিও রোহিঙ্গাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আগ্রহী নয় বাংলাদেশ।

রোহিঙ্গাদের সার্বিক চাহিদা মেটাতে জয়েন্ট রেসপন্স প্ল্যান এক বছরের জন্যে না করে এর সময় বাড়াবার জন্য আলোচনা দীর্ঘদিনের। করোনা পরবর্তী পরিস্থিতিতে করণীয় ঠিক করতে চলতি মাসে ২২ তারিখে বসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ সহ আন্তজার্তিক দাতা সংস্থাগুলো। এনিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ফিরে যেতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করাই সংকটের সমাধান।


দাতা সংস্থাগুলোর এমন উদ্যোগ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরো একবার তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেবে বলে মনে করছেন শরণার্থী বিশ্লেষকরা।


জয়েন্ট রেন্সপন্স প্ল্যানের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে সম্মেলনে তিন বছর করা হতে পারে।

Post a Comment

1 Comments