Ticker

6/recent/ticker-posts

পল্লী জননী কবিতা

 

পল্লী জননী
পল্লী জননী

               ------ কামাল উদ্দিন। 

তারিখঃ ২৪/১০/২০১৯ইং।


তোমার কথা মনে পড়ে মাগো

দুঃখ ভোরা মনে,

তোমার আদর তোমার শাসন

মিলেনা কারো শনে।।


বাড়ির পিছে নতুন দীঘি মা

কেটেছি কত সাঁতার,

লাঠি হাতে এসেছো তেড়ে

দেখে পারি দিয়েছি পাগার।।


ডুবের পরে ডুব দিয়ে মাগো

চোখ দুটি হয়েছে লাল,

তাই না দেখে তোমার বকুনি

চলেছে সারা বিকাল।।


বাবা আসতো স্কুল হতে

হাতে থাকতো লাঠি,

তখন মাগো হাপু হপুর ডুব দিয়ে

ডাঙ্গায় চলে আসতাম উঠি।।


পাশের বাড়ির মফিজ মামা

ডুবাই তো ভেড়ার ছানা,

গরু ডুবাতো ফরিদ মামা

শুনতো না কারো মানা।।


সারি সারি কলার গাছ

আরো খড়ের পালা,

মাগো এমন সুন্দর দিন ফেলে

রইছি আজ আমি একেলা।।


তুমিও নাই বাবাও নাই

দেয়না কেউ আমায় বোকা,

তোমার ছেলে এতিম মাগো

সবাই দিতে চায় ধোকা।।


আকাশের ঐ তারার মাঝে

সদায় তোমায় খুজে চলি,

রাত পোহালে জীবন যুদ্ধে

অস্ত্র নেই তুলি।।


এমন সুনন্দর পল্লী জননী

কোথায় পাবো খুজে,

সারা বিশ্বে মিলবেনা কোথাও

মিলবেনা কারো মাঝে।।

পল্লী জননী


Post a Comment

2 Comments