সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক ২২ অক্টোবর, ২০২০ ১৩:৩৫
সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের পরোয়ানা পাঠানো হয়েছে কারাগারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি পাঠানো হয়।
এর আগে গত ১৪ জানুয়ারি, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। নিয়ম অনুযায়ী মৃত্যু পরোয়ানা আসামিকে পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। সংবিধান অনুযায়ী এখন আসামি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন। দেখা করতে পারবেন স্বজনদের সাথে।
২০১৩ সালের ১৫ মে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই রাতেই গ্রেপ্তার হন কায়সার।
0 Comments