Ticker

6/recent/ticker-posts

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখার পূর্বে প্রয়োজন সতর্কতা | oKy NEWS

 

oKy NEWS
সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরাও বেশ ভালোভাবেই নির্ভর হয়ে পড়ছি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের উপর। বিভিন্ন গবেষণা সংস্থার মতে, বিশ্বের ৭০ শতাংশ ইন্টারনেট ব্যাবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রয়েছেন। তবে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া সংবাদ, মিথ্যা তথ্য, অনাকাঙ্খিত ছবি এবং লেখার জন্য আমাদের বিব্রত হতে হয়। আর তাই নতুন বাস্তবতার সাথে মানিয়ে চলতে আমাদের প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো কাজের আগেই তা ভালোভাবে ভেবে নেওয়া।


oKy NEWS


পরিসংখ্যান বলছে, আসক্তি, হতাশা, উদ্বেগ, একাকীত্ব, রাগ, ক্রোধ এমনকি সম্পর্কের ভাঙনে ব্যাপকভাবে প্রভাবিত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়াও বিশ্বে সন্ত্রাসী কার্যক্রমের যোগাযোগ রক্ষা, সার্বভৌম দেশের নির্বাচনকে প্রভাবিত করা, দেশে দেশে বিবাদ ও গৃহ যুদ্ধের সৃষ্টি এবং তথ্য পাচারের খুব সহজ উপায় হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশেই শুধুমাত্র ফেসবুক পোস্টে মত পার্থক্যের জের ধরে গুম, খুন, ধর্ষণের মত অহরহ ঘটনা ঘটছে।


সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের পোস্ট, কমেন্ট, ছবি, ভিডিও এবং মেসেজ দেওয়া নিয়ে সতর্ক হবার আহ্বান জানায়। এ বিষয়ে ফেসবুকের বিশেষ বিজ্ঞাপনে বলা হয়, ‘ভেবে দেখুন, আপনার মজাদার পোস্ট কারো জন্য ক্ষতিকর হচ্ছেনা তো? দাঁড়ান, ভাবুন, যাচাই করুন।‘ গ্রাহকদের অনেকেই না জেনে বুঝে এমন পোস্ট দেন যা বিব্রতকর কিংবা অন্যের জন্য কষ্টকর বলেও জানিয়েছে ফেসবুক। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সূরক্ষার অংশ হিসেবে ব্যাক্তিগত ছবি, ভিডিও কিংবা লেখা প্রচার করা থেকে বিরত থাকার পাশাপাশি ইউজারনেম এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

Post a Comment

0 Comments