খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের বর্ণাঢ্য জীবন
নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর, ২০২০ ১০:০৯
খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের বর্ণাঢ্য জীবন
ব্যারিস্টার রফিক-উল হক। দেশের আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় লড়েছেন সব সময়। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধান ও আইনি বিষয়ে সরকারকে সহযোগীতার করেছেন।
খ্যাতিমান এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এলএলবি পাশ করেন ১৯৫৮ সালে। যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন ১৯৬২ সালে।
১৯৬৫ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে সনদ পান। এরপর আপিল বিভাগে আইনজীবী পেশা শুরু করেন ১৯৭৩ সালে।
বর্নাঢ্য জীবনে আইন পেশায় প্রায় ৬০ বছর পার করেছেন তিনি। ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে নেননি কোন সম্মানী। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়কে সরকারের সময় দুই নেত্রী যখন কারাগারে তখন রফিক-উল হকই তাদের আইনী সহায়তা দিয়ে পাশে দাড়ান। করেছেন সমালোচনাও।
খ্যাতিমান আইনজীবী রফিক-উল হক তার আয়ের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজ সেবায়।
0 Comments