গ্রাহকদের সুরক্ষায় অচেনা নম্বর থেকে মিসড কলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে গ্রামীনফোন। সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ফেসবুক পেইজে এই বিষয়ে বলা হয়, ‘একটি প্রতারক চক্র গ্রামীণফোনের গ্রাহকদের নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে মিসড কল দিচ্ছে এবং ঐ নম্বর গুলোতে কলব্যাক করলে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি টাকা চার্জ হচ্ছে। এ ধরনের নম্বরে কলব্যাক করার আগে সতর্ক হোন।‘ এ ধরনের ১২ ডিজিটের মোবাইল নম্বরগুলো যাচাইয়ের জন্য মোবাইল নম্বরগুলো ভালোভাবে লক্ষ্য করতে পরামর্শ দিয়েছে গ্রামীনফোন। গ্রামীনফোন বলছে, ‘দেশীয় কোন মোবাইল নম্বর থেকে কল আসলে সাধারনত নম্বর গুলো +৮৮০১ দিয়ে শুরু হয় এবং সর্বমোট ১৩ ডিজিটের নম্বর হয়। প্রতারণার জন্য ব্যবহৃত নম্বর গুলোতে+৮৮ এর পর‘০’ থাকেনা এবং ১২ ডিজিটের নম্বর হয়। যেমন: +৮৮১৭৩৫৮১০০৪১
গ্রামীণফোনের সম্মানিত গ্রাহকদের এধরনের নম্বরে কলব্যাক করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ
0 Comments