Ticker

6/recent/ticker-posts

বয়স ও অনুভূতি

 বয়স ও অনুভূতিঃ

প্রতিদিন সকালে ঘুম হতে উঠে কিছুক্ষন বসে থাকি।

সারা শরীর অনেক ব্যথা করে। মনটা বলে আজ না হয়

কাজে যাসনে, বিবেগ বলে, আজ না হয় কাজে গেলিনা, কিন্তু কাল তো যেতে হবে। তখন শরীর বলে আর বসে থাকিস না। লাভ দিয়ে উঠে পড়।

--- এটা বর্তমান বয়সের সংলাপ।

বয়স যখন বাইশ তেইশ ছিলো, তখন শরীর বলছে,, 

এই তারাতারি উঠে পড়, আর কত শুয়ে থাকবি?

তখন ঝঠাং করে উঠে পড়তাম, তখন কোনো বাঁধাই শরীরকে আটকাইতে পারেনি।

অনুভূতি


--- আজ সব অনুভূতি গুলো শরীরের উপরে আক্রমন করে, শুধু মনের জোরে সময়টা পার করছি।

--- কি যুবক ভাইয়েরা আপনারা কি বুঝলেন??

যা কিছু করার এখনি করেন, আমার মতো বয়স হলে

হয়তো আপনাদেরও এমনি হতে পারে,,,


----- প্রয়োজন মানুষকে বাধ্য করে তার পিছে ছুটতে

যেমনঃ আমি ছুটে এসেছি আপন আলয় ছেড়ে।

আজিকার মতো এখানেই ভালো থাকুন, সুস্থ থাকুন

সময় মতো নামাজ পড়ুন।


-- আবার দেখা হবে কথা হবে 

-আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments