Ticker

6/recent/ticker-posts

চোখ তো দেখিনা

 


চোখ তো দেখিনা

দেখি তার চুল,

ওহে কবি মহশয়

লেখায় কি হয়েছে ভুল?


গানের কথা বলবো কি

আগে তো শুনিনি,

কবি মহশয় প্রেম করতো

তাহাও বুঝিনি।।


পুস্কুনির পারে বটগাছের নীচে

 কবি পড়তো বসে,

হাতে তার মোটা মোটা বই

সদায় থাকতো বৃত্তি পাবার আশে।।


সহপাঠি আমিনুর

একটু ততলা ছিলো,

হায় তাদের সময়টা

কতো ভালো ছিলো।।


কবি গেলো গোসাই বাড়ি

ভালো ছাত্র বলে,

বড় হতভাগা মোরা

গেলো মোদের ভুলে।।


অনেক বছর পরে

পেলাম দেখা তার,

সেও এখন দিচ্ছে ফাঁকি

সকল দোষই নাকি আমার।।


ভালো থাকবেন কাব্য গুরু

লিখে চলেন সদায়,

এই অধমেরে যাবেন না ভুলে

ছালাম কবিরে জানাই।।


কবিতা খানি হয়েছে বেশ

বেশ তার ছবি,

কাব্যমালা ছন্দ গাঁথা

রাখে প্রশংসার দাবি।।


-------- সৌজন্যঃ


কবিঃ


মোঃ আতাউল আউয়াল।

জোড়গাছা, সারিয়াকান্দী, বগুড়া।


উপহার প্রেরকঃ 

মোঃ কামাল উদ্দিন।

জোড়গাছা,সারিয়াকান্দী, বগুড়া।


--- তারিখঃ

২৬/১০/২৯ইং।

Post a Comment

0 Comments