মিয়ানমারের ভেতরে ও বাইরে অবস্থানরত রোহ্ঙ্গিাদের সাহায্যে তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে দাতা সম্মেলন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সম্মেলন শুরুর কথা রয়েছে।
এখান থেকে পাওয়া অর্থ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রোহিঙ্গাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগনের অতি প্রয়োজনীয় চাহিদা মেটাতেও ব্যবহার হবে।
বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের মানবিক সহযোগিতায় এ বছর জাতিসংঘ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য চেয়েছিলো। কিন্তু মিলেছে অর্ধেকেরও কম। সেই ঘাটতির মাঝে যোগ হয়েছে কোভিড ১৯ মহামারি।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউএনএইচসিআর এবারের সম্মেলনের যৌথ আয়োজক।
0 Comments