গেল নয় মাসে দেশে প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছেন গড়ে তিন জনেরও বেশি নারী। সংখ্যায় যা হাজার ছুঁই ছুঁই। যাদের অর্ধেকই শিশু। একই সাথে মৃত্যু ও আত্মহত্যার হারও ভয়াবহ। বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি ভুক্তভোগী।
সংক্রমন ব্যধির মত পুরো দেশে ছড়িয়ে পড়েছে ধর্ষণ, নীপিড়ন। যা এখন খবরের শিরোনাম।
ভুক্তভোগীরাই বোঝেন এর যন্ত্রণা।
দুই হিসাবেই মৃত্যু আর আত্মহত্যা আশঙ্কাজনক।
সংবাদপত্র ঘেটে এই পরিসংখ্যান তৈরি করেছে বেসরকারী সংস্থা দুটি। তবে আসল চিত্র আরো ভয়াবহ। কেননা সংবাদের আড়ালেই থেকে যায়, আরো কত শত এমন ঘটনা।
শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৪ জন ধর্ষিতার মধ্যে ৫০ ভাগই শিশু। বর্তমানে চিকিৎসাধীন সাধারণের চেয়ে তিনগুন বেশি রোগী/ভুক্তভোগী।
যৌণ হয়রানির শিকার নারী ও শিশুদের সুস্থতার সঙ্গে মানসিক অবস্থা স্বাভাবিক করে তোলার চ্যালেঞ্জে এখানে কাজ করছেন কাউন্সিলররা।
বিভিন্ন সরকারী হাসপাতালে ১১টি ওসিসি বর্তমানে চালু রয়েছে। সমাজের চিত্র বদলে ধর্ষণ বন্ধের সুদিনের প্রত্যাশায় ঢাকা মেডিকেল কলেজ সেন্টারের পরিচালক।
ধর্ষণমুক্ত বাংলাদেশের সেই দিন কবে আসবে? কবে হবে মানুষের বিকৃত রুচির বিলুপ্তি?
0 Comments