দুর গাঁ
কামাল উদ্দিন।
তাং ২৪/০৩/২০১৯ইং।
ঐ দুর গাঁয়ে
সেথায় রয়েছে মায়ে,
আষাঢ়ের অথৈ গাঙ্গে
পারি দিচ্ছিল নায়ে।।
প্রবল ঝড়ে নৌকা
টল মল করে,
মায়ে আমার শক্ত করে
ধরে ছিল নৌকার ছোইয়ে।।
বিধাতার খেলা
ডুবে এলো বেলা,
নায়ের মাঝি বাইছে বৈঠা
করছেনা অবহেলা।।
যতই বাড়ে ঝড়
নৌকা কাপে থর থর,
মাঝি দিল পাল খুলে
হঠাৎ নৌকা হয়ে গেল উপর।।
মায়ের শাড়ীর আঁচলে
বাঁধা ছিল চাবি শ্বাশুড়ির আমানত,
হাতের মুষ্টি খুলেনি কভু
আসুক যত বিপদ।।
শাড়ীর আঁচলে বেঁধে রইল
সিন্দুকের চাবি খানা,
প্রাণ যায় যাক
আমি ইহা ছাড়িবনা।।
এমন সময় কালো মেঘে
ছেয়ে গেল আসমানের চাঁদ,
ওরে মাঝি তরা করে বাও বৈঠা
নইলে যে মরতে হবে নির্ঘাত।।
কিছুতেই হইলনা রক্ষা
মায়ের জীবন খানি,
নদীতে ডুবে চলে গেল
আমার মা মণি।।
ঐ দুর গাঁয়ে কবর তার
সর্বাগ্রাসী যমুনার গহ বরে,
মা, তোমার আশায় চেয়ে আছি
নয়নে মোর বারি ঝরে।
0 Comments