Ticker

6/recent/ticker-posts

শৈশব

শৈশব
       -- কামাল উদ্দিন।
তাং ১৩/০৩/২০১৯ইং।

শৈশবের স্মৃতি যায়না ভোলা
সদায় দোলা দেয় মনে,
পাড়ার দুষ্ট ছেলেরা মিলেছে আমতলায়
বাঁশের ঝুড়ি ছিল তাদের শনে।।

কেউ বেঁধেছে গামছা মাথায়
কেউ বেঁধেছে মাজায়,
কেউ হাসে কেউবা কাঁদে
কেউবা দাঁত ঝাঁলায়।।

বৈশাখের ঝড়ে আম গাছ নড়ে
নড়ে তার ডাল,
হঠাৎ  মেঘের গর্জন ছেলে মেয়েরা
বৃষ্টিতে ভিজে নাজে হাল।।

বিজলীর ঝলকানিতে
আলোকিত সারা উঠান,
ওরে তরা করে ঘরে আয়
উঠে এলো বুঝি তুফান।।

এক টি আম যদিও পড়ে
কে ধরেছে হায়!
আরে এটা আমার দেখিস না
লেগেছিলো যে আমার গায়।।

মেঘটা কেটে গেলো এবার
গোসলের  পালা,
বাঙ্গালীর নদীতে খেলছে কত
সাঁতার খেলা।।

শৈশবের কথা মনে পড়ে আজ
জেগে উঠে কত স্মৃতি,
যেখানে পরতে পরতে ভেসে আসে
হাজারো শব্দের কাব্য  গতি।।

 

Post a Comment

0 Comments