Ticker

6/recent/ticker-posts

প্রকৃতি বড় ক্ষিপ্ত

প্রকৃতি বড় ক্ষিপ্ত

          কামাল উদ্দিন।
তাং ২৭/০৩/২০১৯ইং।



প্রকৃতি বড় ক্ষিপ্ত
তরা করে বাড়ি চল
পূর্ব আকাশটা কাল মেঘে ঢাকা
নামতে পারে ভীষন ঢল।।

মেঘের গর্জনে কানের
পর্দা যায় যেন ফেঁটে
তাড়া তাড়ি চল বাবা
যেতে হবে যে হেঁটে।।

শন শনে বাতাসে
উড়ে যায় মাথাল
চারিদিকে ঘোর অন্ধঁকার
দিক হারিয়ে তাল বেতাল।।

প্রকৃতি ভীষন ক্ষেপেছে
বন উজার হয়েছে বলে
পানির সাথ ভেসে যাচ্ছে পুঁটি
উত্তরের খালে।।

হঠাৎ পড়িল বাজ
দিগ দিয়ার বিলে
বজ্রপাতে গেল মারা
সামাদের ছেলে।।

নাম ছিল শাহিন
বাঘো পাড়ায় বাড়ি
লেখা পড়া বেশি করেনি
পাশ করেছিল প্রাইমারি।।

প্রকৃতি বড় ক্ষিপ্ত
দিবেনা কাউকে ছাড়
বন্ধঁ যদি না হয় বন কেটে উজার।।

Post a Comment

0 Comments