Ticker

6/recent/ticker-posts

দাদুর বাবার মুক্তি যুদ্ধ

দাদুর বাবার মুক্তি যুদ্ধ
            কামাল উদ্দিন।

তাং ২৮/০৩/২০১৯ইং।

দাদুর বাবা বলেছিলো
সে না কি যুদ্ধ করেছে
যে দিন ঢাকায় রাতের অন্ধকারে
পাকিস্তানী পশুরা হঠাৎ গুলি করেছিল
সে দিন নাকি এ দেশের অনেক লোক মরেছিলো।
আমি মুক্তি যুদ্ধ দেখেনি, আমার দাদুও দেখেনি
দাদু তার বাবার কাছে শুনেছিলো
তারা কি না গ্রামে গ্রামে তান্ডব নীলা করেছিলো
আমি দাদুকে বললাম দাদু! জ্যাঠা কাউকে মেরেছিলো?
দাদুর চোখ দিয়ে জল এলো দাদু কথা বলেনা
শুধু বলল, আপু এত ব্যথা আর সহেনা
আমি বাবাকে বললাম, তুমি কেন যুদ্ধ করনি
বাবা এবার হেসে বলল, মা আমার তখন জন্ম হয়নি।
আজ আমি টিভি দেখছি, দেখছি পাকিস্তানীর নীলা
কি দরকার ছিলো, ঘুমিয়ে থাকা লোকের প্রাণ নিলা
তোরা অনেক খারাপ ছিলি তোরা ভাল ছিলিনা
তাই তো আমার দাদুর বাবাদের সাথে তোরা পেলিনা।
আমি ছোট মেয়ে জুয়েনা তোদের আর ভয় পাইনা
খাঁমছিয়ে তোদের কাপড় ছিঁড়ে দিব, কাছে  আয়না।

Post a Comment

0 Comments