উচ্চশীর
কামাল উদ্দিন।
আমি উচ্চ করি শীর
তবে নহে তো আমি বীর,
আঘাত আঘাতে ক্ষত দেহ
তবুও আমি হটিবনা তব।।
ক্ষনেতে ক্ষনেতে জাগিয়ে উঠে
অত্যাচারীর মর্মাহত দৃশ্য,
হাজার জনতার হৃদয়ের ধ্বনি
দেখেছে সারা বিশ্ব।।
পূর্ব গগণে জাগিলো ঊষা
অগ্নি শিখা নিয়ে,
আমি তোমারই পশ্চাতে ধেয়ে যাব
উচ্চ শীর নিয়ে।।
তুমি পাষন্ড মায়া বিনি
বিষাক্ত তোমার ললাট,
ওহে মুক্তি পিপাশু জনতা
ঙেঙ্গে ফেল ঐ লোহ কপাট।।
আমি উচ্চ করি শীর
নহেতো আমি বীর,
আমি বাংলা মায়ের দামাল ছেলে
হটিবনা পিছু যতই মারিস তোরা তীর।।
আমি নহে তো দূর্বল
শুধু শ্রদ্ধায় মাথা নত করি,
ওহে মাঝি তীরে ভীড়াও তরী
লঙ্কা করিব জয় হয়ে গেল দেরি।।
0 Comments