ছোট বেলায় আকাশের চাঁদকে নিয়ে ঝগড়া করতাম।
মনে করতাম চাঁদ শুধু আমার, আমি যেখানে যাই চাঁদ
সেখানেই যায়। কুটুম বাড়ি বেড়াতে গেলে চাঁদকে দেখে
ভাবতাম, এটা কি সেই চাঁদ? যে চাঁদকে আমাদের বাড়িতে রেখে রেখেছি।
খেলার সাথীদের সাথে ঝগড়া করতাম চাঁদকে নিয়ে।
জোস্নার রাতে দুই জনে দুই জায়গায় দাড়াই তাম আর
বলতাম চাঁদ আমার সোজা,তোর সোজা চাঁদ নেই।
খেলার সাথী রেগে গিয়ে বলতো এই দেখ, চাঁদ আমার সোজা। মনে মনে ভাবতাম চাঁদকে বাঁশ ঝাড়ের আড়ালে রেখে আসব, যাতে সে আর খুজে না পায়।
তাই করতাম, চাঁদকে বাঁশ ঝাড়ের পিছনে ফেলে
আসতাম,কিন্তু তাই কি আর চাঁদ মানে? সে আমার আগে আগে চলে আসতো।
চাঁদ নিয়ে লুকোচুরি খেলা অনেক খেলেছি।
আজ চাঁদ আমাকে নিয়ে লুকো চুরি খেলছে।
আকাশের চাঁদটা ছোট বেলার মত আর ভাল বাসেনা।
আগে পিছে পিছে ঘুরত, এখন আর ঘুরেনা।
এখন আর খেলার সাথীদের নিয়ে ঝগড়া হয়না।
শুধু ছোট বেলার সেই চাঁদের কথা মনে পড়ে,
যে চাঁদ মেঘের ভিতরে হারিয়ে যেত, আর আমি অবাগ
নয়নে তাকিয়ে থাকতাম, কখন মেঘের আড়াল
হতে চাঁদটা বের হয়।
0 Comments