ভাবনাঃ
কামাল উদ্দিন।
তাং ২২/০৩/২০১৯ইং।
মনের ভিতরে কত ভাবনাই জাগে
যা প্রকাশ হত না আগে,
তিলে তিলে আজ মনে পড়ে
এই ভাবনা গুলো রাখি কার ব্যাগে।।
মনে মনে ভাবছি, দিনে দিনে
কত কি না ই দেখছি,
আমি যখন শিশু ছিলাম
কত কান্না ই না কাঁদছি।।
বসে ভাবি শয়নে ভাবি
ভাবার নাই শেষ,
সুন্দর আমার আঁখি দু,টি
সুন্দর কালো কেশ।।
পাড়ার দুষ্ট ছেলেরা
করে শুধু ইশারা,
আমার মনের ভাবনা গুলো
বুঝতে চায়না তারা।।
পুকুর পারে বসে ভাবি
পানিতে ভাসে মোর ছবি,
তারে আমি সুদাই তবে
তুই কি আমার বর হবি।।
0 Comments