আমি ভাবছি
কামাল উদ্দিন।
তাং ২৯/০৩/২০১৯ইং।
আমি ভাবছি
কোন দেশে বাস করছি,
সকাল বেলা কাজে বেরুচ্ছি
সন্ধাঁয় কি বাড়ি ফিরছি?
সারা দিন কাজ
নেই কোন লাজ,
মালিক দের ধাতানি
অপমানের গ্লানি,
কোন কিছুই হয়না মনে
শুধুই ভাবি নিরাপদে কি থাকছি?
ভবনের উপরে ভবন
গায়ে লাগেনা পবন,
তবুও কষ্ট নাই
সারাক্ষন এসির হাওয়া পাই
শুধু দেখিনা সূর্যের আলো
তবুও ভাল, তবে শুধু ভাবি
আমরা কি নিরাপদ কর্ম সংস্থান পাচ্ছি?
বাবা ছোট বেলায়
বুকে নিয়ে ঘুমাত,
গালে মুখে চুমাইত
শুধু বলত, এক দিন খুকি অনেক বড় হবে
আজ সেই বাবা আমাকে নিয়ে ভাবে
আমি বড় হওয়ার পথ কি দেখছি?
কোটি টাকা ব্যয়ে গড়িলে ভবন
আকাশটা ছোঁয়ালে,
বেড়ো বার শিঁড়িঁটা করলে জীর্ণ
ফ্লোর ছোট হবে বলে,
কখনো কি ভেবেছ,
অগ্নী কান্ডে বা ভূমি কম্পে
নীঁচে নামার শিঁড়িটা নিরাপদ দেখছি?
হাজারো প্রশ্ন মনে
জেগে উঠে ক্ষনে ক্ষনে
কে শুনবে আমার কথা
দেশটা দালালে ভোরা
এবার সজাগ হও তোরা
আর কত আহাজারি শুলনে শান্তি পাবি তোরা
ওরে নর পাষন্ড নর পিপাসু হায়নার দল
আমি শুধু তোদের নিয়ে ভাবছি।।
বিঃ দ্রঃ কাউকে ব্যক্তি গত ভাবে আঘাত করে
কবিতা খানি রচনা করা হয়নি।
আমরা ঘুষ, দূর্নীতি, চাঁদা বাজি ও এক দলীয় মনো ভাবের ফলেই বারে বারে অনাকাঙ্খিত ঘটনা গুলো
বার বার ঘটে চলেছে।
আমরা যদি এই মহা মারী হতে নিজেদেরকে রক্ষা করতে না পারি, তাহলে হাজার নয় লক্ষ প্রাণের বিনিময়েও আমরা মুক্তি পাব,না।
নুরুল আমিন
0 Comments