আমাদের গ্রাম
কামাল উদ্দিন।
তাং ৩০/০৩/২০১৯ইং।
আমাদের গ্রাম খানি
বাঙ্গালীর তীরে,
চারিকে নদী তাকে
রয়েছে ঘিরে।।
গ্রামের নাম জোড় গাছা
ইউনিয়ন ভেলাবাড়ী,
থানার নাম সারিয়াকান্দী
পাড়া সাঁড়ি সাঁড়ি।।
ইউনিয়ন পরিষদ মোদের গ্রামে
অনেক দিনের আশা,
হাতেম তজেম মতি গেল
রুমি হল খাসা।।
এই গ্রামে স্কুল প্রতিষ্ঠান
সবই আছে ভাই,
হাট বাজার খেলার মাঠ
কমতি কিছুই নাই।।
আমাদের গ্রামের মানুষ গুলো
একতা বদ্ধতায় থাকে,
আক্রমন প্রতি রোধে
বের হয় ঝাঁকে ঝাঁকে।।
নির্বাচন এলে পাগল পারা
ঘরে থাকেনা কেউ,
সদায় থাকে মিটিং মিছিলে
যেমন নদীর চলে ঢেউ।।
চারিদিকে নদীতে ঘেরা
সবুজ মাঠে ভোরা,
ওরে কে কোথায় আছিস
এমন গ্রামটি দেখে যা তোরা।
মাটির মানুষ মাটির গন্ধেঁ
মাতয়ারা থাকে,
পান কৌরি বসে থাকে
নদীর বাঁকে বাঁকে।।
বাঙ্গালী নদী জীবন মোদের
বাঙ্গালী মোদের প্রাণ,
বর্ষা কালে শোনা যায়
পানির কলতান।।
এই গ্রামের লোকেরা
বিনোদনের সেরা,
জারী সারী কবি গান
আরও যাত্রারা।।
জ্ঞানি গুনি লোকের
বস বাস সকল পাড়ায় আছে,
হযরত আলীর নামটা
সবার জানা আছে।
হাতেম আলী, তজেম ডাঃ
মতিয়ার ও রুমি,
সফল চেয়ারম্যান ছিল বলে
আমরা অগ্র গামি।।
0 Comments