কামাল উদ্দিন।
স্বাধীনতা তুমি হৃদয়ের শিহরণ
স্বাধীনতা তুমি বাংলার জাগরণ
স্বাধীনতা তুমি পাক নর পশুদের তান্ডব
স্বাধীনতা তুমি সন্তান হারা মায়ের গৌরব।।
স্বাধীনতা তুমি বাংলার দামাল ছেলের রক্ত
স্বাধীনতা তুমি স্বাধীনতা কামীর আসক্ত
স্বাধীনতা তুমি মজিব জিয়া ভাসানীর অগ্নীবাণী
স্বাধীনতা তুমি বীর সৈনিকদের অস্ত্রের ঝন ঝনানী।।
স্বাধীনতা তুমি লাখ শহীদের তাজা রক্তের লহড়
স্বাধীনতা তুমি মাঝি মাল্লার নৌকার বহর
স্বাধীনতা তুমি বাবা হারা শিশুর আত্ব,হা-হা-কার
স্বাধীনতা তুমি ইজ্জত হারা হাজারো নারীর চিৎকার।।
0 Comments