কষ্টের মাঝেও সুখ
--- কামাল উদ্দিন।
তাং ১৪/০৩/২০১৯ইং।
কষ্টের মাঝেও সুখ খুজি
যদি একটু খানি মিলে,
শোকের আবরণে ঢাকা হৃদয়
হাসেনা কভু প্রাণ খুলে!
অট্রহাসিটা শুকিয়ে গেছে
জলো রাশির অভাবে,
চারিদিকে হৈ চৈ
তবুও সুখ নাহি, পাবো কবে তবে।
বাবার দেয়া আশির্বাদ
মায়ের আঁচলে রেখে,
কত বেলা থেকেছি অর্ধহারে
হয়তো পানি ও দেইনি মুখে।
কষ্ট সে তো খেলার সাথী
সদায় থেকেছে লেগে,
শত চেষ্টার পরেও যায়নি দুরে
এসেছে ঘুরে ফিরে।
তবুও তারেই মাঝে খুজি
একটু খানি সুখ,
মনটারে বুঝে রাখি
যতই ঝড় ঝন্ডা আসুক।
0 Comments