অধিকার কাদের উপরে প্রয়োগ করব?
অনেকের ভিতর হতে আমি শুধু মাত্র বোনের উপরে
ভাইয়ের অধিকার নিয়ে আলোচনা করব। এটি কোন
কিতাব বা হাদিস হতে নেয়া হয়নি।
আমার আলোচনা গুলো নিজস্ব জ্ঞানের আলোকে
লিখে থাকি, তাই দয়া করে কেউ কোরআন ও হাদিসের
রেফারেন্স চাইবেননা।
ভাই বলতে, আপন ভাই, খালাতো, মামাতো, ফুফাত, চাচাত, ও পাতানো ভাইদের বেলায় অর্থাৎ সকল ভাইদের উদ্দেশ্যই লিখলামঃ
বোনের বিবাহের পূর্ব মহুর্ত পর্যন্ত ভাই তার বোনকে
সর্ব বিষয়ে শিক্ষা, আদব কায়দা,চলা ফেরা, ও পারিবারিক কাজ কর্ম কথা বার্তায় অধিকার ফলাতে
পারে, এতে কোন বাঁধা নেই।
আর যখন বোনের বিয়ে হয়ে যায়, তখন তার উপর হতে
ভাইয়ের কিছু কিছু অধিকার উঠে যায়, সেই অধিকার
গুলো তার স্বামীর উপরে চলে যায়। তখন ভাই
তার বোনের উপরে পূর্বের ন্যায় অধিকারটা থাকেনা।
এর পরেও যদি অধিকারের নামে শাসন করা হয়, তখন
পারি বারিক ভাবে কলহের সৃষ্টি হতে পারে, কারন বোনের ভাল মন্দ দেখার জন্য তার স্বামী আছে।
স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, কোন লোক যদি
তার স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করতে না পারে
তাহলে আল্লাহর নিকটে তাকে জবাব দেহি করতে
হবে, ভাই দায়ী থাকবেনা।
আমার এই পোষ্টি তাদের জন্যই পোষ্ট করলাম যারা
অতিরিক্ত অধিকার ফলানোর চেষ্টা করেন।
অত এবঃ আমরা আগে নিজের ঘরে ইসলামের দাওয়াত প্রদান করব, পরে অন্যদের দাওয়াত দিব।
বোনকে শাসন করুন স্বামীর ঘরে যাওয়ার পূর্ব পর্যন্ত্য।
0 Comments