মশা
--- কামাল উদ্দিন
তাং ১৪/০৩/২০১৯ইং।
মশারে তুই জ্বালাসনা
কান দুটোকে ঝালাস না,
এক তাপ্পরে ফেলবো দাঁত
দয়া করে চলে যা বাঁশি আর বাজাসনা।
দেখতে তুই অনেক ছোট
পা, দুটোকে করলি ফুটো,
এক বার যদি ধরতে পারি
করবো তোরে কুটো কুটো।
আক্কেল জ্ঞান কিচ্ছু নেই
তুই কি আমার নাতীন জামাই,
সারা দেহ রেখে দিয়ে
দুই গালে করছিস সেলাই।
লজ্জা শরমের মাথা খাছো
দল বেঁধে মাথায় নাঁচো,
ধোঁয়া দেখে পালিয়ে যাও
এত বুদ্ধি কোথায় পেয়েছো।
0 Comments