Ticker

6/recent/ticker-posts

একটু খানি আশা

একটু খানি আশা
         কামাল উদ্দিন।
তাং ২৪/০৩/২০১৯ইং।

একটু খানি আশা
কখনো ভরসা কখনো দুরাশা।
শরতের কাশ ফুলে
যখন লাগে হাওয়া, তব দুলে।
শত কষ্ট পড়ে যায় ঢাকা
একটু ফুসরত পেলে।
হঠাৎ হাসি ফুটে মনে
যদি তুমি থাকো শনে।
পূর্ণীমার চাঁদটা হাসে খিল খিলে
সূর্যের কিরণ পেলে।
হৃদয়টা ভর পুর আশা ভরসায়
মাবুদ, তুমি রহম কর, থেকো সহায়।

Post a Comment

0 Comments