আযানের ধ্বনি যায়না কানে
মজেছো মদের আড্ডায়,
কেহ যদি বলে তোমায়
উড়িয়ে দাও অব হেলায়।।
যেন রেখো জ্বলবে তুমি জাহান্নামে
আগুনের লেলিহান শিখায়,
যে আগুন জমিনের বুকে
কোথাও নেই হায়!!
তুমি নরকের পথ যাত্রী
সাঁজিয়েছো তোমার নাও,
সেই নায়ের যাত্রী আছে
বসা তোমার ডানে ও বাঁও।।
0 Comments