Ticker

6/recent/ticker-posts

বাসা




বাসা
    কামাল উদ্দিন।

তাং ২৭/০৩/২০১৯ইং।

বাসা তো নয়
যেন কাকের ঘর,
সেথায় বসত নিয়ে
করে স্বার্থপর।।

কেউ থাকে দু,তোলায়
কেউ আবার পাকের ঘর,
মাঝ পথে চলার পথ
হাঁটে চটি পায়ে
পায়ের ধূলা উড়ে পড়ে গায়ে।।

দুনিয়াটা স্বার্থের বাজার
স্বার্থ ছাড়া চলেনা কেউ,
দূর্বল মানুষদের করে অবহেলা
কুত্তার মত করে ঘেঁউ ঘেঁউ।।

তবুও মনে শান্তি মিলে
আছে মাথা গোঁজার ঠাঁই,
বিধাতার মত আপন
এ ধরায় অন্য কেহ নাই।

বাসা বাসা করে মরি
আসল বাসা কোথায়?
যেথায় তোমার চির নিদ্রা
খুজে নাও সেথায়।।

বাসা বাসা বাসা
বাঁচার করো আশা,
ভেবে তো দেখোনা
কোথায় তোমার বাসা।।

Post a Comment

0 Comments