Ticker

6/recent/ticker-posts

চিঠি


চিঠিঃ
  কামাল উদ্দিন।
তাং ২৫/০৩/২০১৯ইং
চিঠি কি এসেছে সেকেন্দার ভাই,
কত দিন চেয়ে আছি পথ পানে চিঠির খবর নাই।
ডাক পিয়ন এলো আসেনি মোর চিঠি,
অপেক্ষায় যায়না দিন সারা উঠান হাঁটি।
বড় ভাই আতিয়ূর রহমান বঙ্গ ভবনে অফিস,
বলেছিলো পাঠাব টাকা অপেক্ষায় থাকিস।
হঠাৎ এক দিন এলো ড্রাপ টাকা আসেনি,
ডাক পিয়ন দুলু মামা আজ অফিস খুলেনি।
সারা রাত্রি ধরেনা ঘুম ক্ষনে ক্ষনে জাগি,
কখন যে পাব টাকা হবে না তো কোন ভাগি?
পরের দিনে সকাল দশটায় গেলাম ডাক ঘরে,
পোস্ট মাষ্টার সেকেন্দার ঘুমায় টেবিল ধরে।
লম্বা করে দিলাম ছালাম জবাব পেলাম ছোট,
আজকের মত ফিরে যা ভাই দিমু সামনের হাটো।
মনের কষ্ট বাড়লো দ্বিগুন করার কিছু নেই,
দুলু পিয়ন বলছে মামা ক্যাশে টাকা নেই।
মাথা চুলকায়ে ফিরে এলাম বুকে শত ব্যথা,
ড্রাপটা ঠিকই এলো টাকা নেই এটা কেমন কথা।
চিঠির অপেক্ষা বড়ই কষ্টের যায়না দিন,
সদায় যত্রনা আর বুকের ব্যথায় ধরেনা তো নীন।

Post a Comment

0 Comments