দেখছি তোমায়
------- কামাল উদ্দিন।
তাং ১৩/০৩/২০১৯ইং।
চেয়ে আছি বলে ভেবনা
আমি তোমাকে দেখছি,
শুধু তোমার কথা
মনে মনে ভাবছি।
চেয়ে আছি বলে ভেবনা
আমি শুধু চেয়েই থাকি,
চেয়ে আছি কারণ
তোমাকে জানার আছে বাকি।।
চেয়ে আছি বলে ভেবনা
কোন দিন তোমাকে দেখিনি,
চেয়ে আছি কারণ
আমার কথা তোমার মনে পড়েনি।।
চেয়ে আছি বলে ভেবনা
তোমার ছবি আখঁছি,
চেয়ে আছি কারণ
তোমার মাঝে আমাকে খোজছি।
চেয়ে আছি বলে ভেবনা
দেখা হবে না কোন দিন,
চেয়ে আছি কারণ
হয়তো শোধ হবে তোমার ঋন।।
চেয়ে থাকার মাঝে আছে সুখ
আছে অনেক বেদনা,
হয়তো এটাই ছিল
অন্তরের শেষ কামনা।।
1 Comments
Nice
ReplyDelete