Ticker

6/recent/ticker-posts

ছোট খুকি


        -------- কামাল উদ্দিন।
তাং ১৮/০৩/২০১৯ইং।

ছবিঃ সিহাব উদ্দিন।
সোনাপুর,জোড়গাছা, সারিয়াকান্দী, বগুড়া।



ছোট বুবু জুয়েনা
বাঁকা চোখে চেয়ে থাকে
কথা কভু কয়না,
মাথার চুল পাতলা
বুুবু ভাবছে একলা
কপালে তার কালো তিল
দাঁত গুলো তার ফোকলা।।

ও বুবু তুই ভাবিস কি
পাঁপড় ভাজা খাবি কি
মচ্ মচে টাককা,
মুখটি কেন ভেটকা
নতুন জামাই এনে দিব
দেখতে হবে মটকা।।

বাঁকা চোখে দেখনা
কিসের এত ভাবনা
মনের মাঝে এঁকে দিলাম,
লাল গোলাপের শুভেচ্ছা
জানাই তোমায় আচ্ছা
তবুও তুমি কথা বল,
দিওনা মোরে গোচ্ছা।।

ছোট বুবু জুয়েনা
কথা কেন কওনা
সারা দিন  বসে থাক,
মুখটি এবার খুলনা।।

Post a Comment

1 Comments