Ticker

6/recent/ticker-posts

হায়রে মোবাইল

হায়রে মোবাইল!
        ---------------- কামাল  উদ্দিন।
তাং ০৯/০৪/২০১৯ইং।

হায়রে মোবাইল
তুই দেখাইলি কত খেল
এক কালের পুরান তারকা
তারাও আজ দেখাচ্ছে মডেল।।

মানুষ আর হচ্ছেনা বুড়ো
সেলফি তুলছে উড়ো ধুরো
নাতীনের সাথে মারছে ফিলডিং
মনে হচ্ছে রুবেল হিরো।।

হায়রে মোবাইল
তুই দেখাবি কত খেল
এখন মানুষ পাগল হলো
মাখছে মাথায় কদুর তেল।।

ঘুম নিলে কেরে
সদায় মাথা ঘুরে
আপন লোকের মুখ দেখাও
যতই থাকুক দুরে।।

Post a Comment

0 Comments