Ticker

6/recent/ticker-posts

ভয় পেওনা

ভয় পেওনা
      -------------- কামাল উদ্দিন।
তাং ১০/০৪/২০১৯ইং।

ভয় পেওনা আমি কোন দিন
তোমাদের কাছে হাত পাতবনা,
শুধু দোয়া করবে আমরা যেন
মানুষ হতে পারি এটাই কামনা।।

তোমরা না হয় থাকবে দালান কোঠায়
আমরা কুড়ে ঘরে,
এ জগতের সবই শেষ হবে
রইবে তোমার শূন্য দেহ পড়ে।।

কিশের এত বড়াই তোমার
করছে মস্ত বাড়ি,
যেনে রেখো আজ্রাঈল যে দিন আসবে ঘরে
সে দিন যেতে হবে তোমায় সব ছাড়ি।।

Post a Comment

0 Comments