ভয় পেওনা
-------------- কামাল উদ্দিন।
তাং ১০/০৪/২০১৯ইং।
ভয় পেওনা আমি কোন দিন
তোমাদের কাছে হাত পাতবনা,
শুধু দোয়া করবে আমরা যেন
মানুষ হতে পারি এটাই কামনা।।
তোমরা না হয় থাকবে দালান কোঠায়
আমরা কুড়ে ঘরে,
এ জগতের সবই শেষ হবে
রইবে তোমার শূন্য দেহ পড়ে।।
কিশের এত বড়াই তোমার
করছে মস্ত বাড়ি,
যেনে রেখো আজ্রাঈল যে দিন আসবে ঘরে
সে দিন যেতে হবে তোমায় সব ছাড়ি।।
0 Comments