জাগো হে বাঙ্গালী
--------------------- কামাল উদ্দিন।
তাং ১০/০৪/২০১৯ইং।
জাগো হে বাঙ্গালী
জাগার মত,
তোমার মন হতে মুছে ফেল
কালীমা যত।।
পান্তা ভাত আর ইলিশ ভাজা
খেয়ে বলছ ভীষন মজা,
ঈমানটা তোমার শুকিয়ে গেল
কবে তারে করবে তাজা।।
পহেলা বৈশাখ পালন করছো
কপালে বিশাল টিপ দিচ্ছ,
জাহান্নাম তোমায় ডাকছে সদায়
তা কি একবারও ভেবে দেখছো।।
পহেলা বৈশাখ কিছুনা
মুসলমানের এটা না,
হিন্দু ধর্মের প্রচলনটা
ছাড়তে আমরা চাইনা।।
হৈ হল্লোড় যাই কর
আল্লাহ খোদা স্মরন কর,
ধস্তা ধস্তি বাদ দিয়ে
পহেলা বৈশাখ বর্জন কর।।
1 Comments
Nice
ReplyDelete