Ticker

6/recent/ticker-posts

প্রভাতের শুভ লগ্নে

প্রভাতের শুভ লগ্নে
            --------------- কামাল উদ্দিন।
তাং ১০/০৪/২০১৯ইং।

প্রভাতের শুভ লগ্নে
বন্ধু তোমারই সনে
তুললাম একটা ছবি
হাশি খুশি মনে।।

সারা দিন হয়তো হবেনা দেখা
শত ব্যস্তের ভীরে
আপন লোক গুলো পড়ে আছে
হাজার মাইল দুরে।।

সর্বক্ষনে বিষন্ন মন
কাঁদায় অন্তর
আজ না হয় একটু হাসলাম
অটুক থাকুক ইহা নিরন্তর।।

সুপ্রভাত বন্ধুরা তোমাদের তরে
তোমাদের মনে শান্তি আসুক
ম্লান হোক বিষন্নতা
সারা দিনটা মঙ্গল ও কল্যানে কাটুক।।


Post a Comment

0 Comments