Ticker

6/recent/ticker-posts

পরিতাপ

পরিতাপ
      -------- কামাল উদ্দিন।
তাং ১১/০৪/২০১৯ইং।

কি লিখব, ভাষা পাইনা খুজে,বর্তমানের শিক্ষিত লোকেরা সকল কিছুই একই রকম বুঝে।
যারা সঠিক ভাবে কোন জিনিস বুঝতেই পারেনা
তারা না কি আবার লেখক সাহিত্যিক হতে চলেছে।
ভাষা ও জ্ঞান দ্বারা সব কিছুই বিচার করতে হবে।
ফেসবুকের শতকরা ৬০% লোকেই ভাষা জ্ঞানের কমতি
আছে, পি,এস,ডি সার্টিফিকেট প্রদর্শন করলেই তাকে
উচ্চ শিক্ষিত কি ভাবে বলি। আবার কোন সার্টিফিকেট
নাই তাকে অশিক্ষিত কেমনে ভাবি।
একই শব্দ বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায়।
যাদের এ ধারনাটা নাই তারাই নিজেকে শিক্ষিত মনে
করে ও অপরকে  মূর্খ বা অশিক্ষিত ভাবে।
 আমি এক পোষ্টে কমেন্ট করেছিলাম। সেখানে একটা
বাক্যকে ভিন্ন ভাবে উপস্থান করেছিলাম।
সেই কমেন্টের উপরে আরেক জন শিক্ষিত লোক
আমাকে তার কবিত্বের বড়াই দেখিয়েছে। আমি কিনা
সব ভুল লিখেছি। আসলে সে নিজেই ভাষা জ্ঞানের
অভাবে ভুগছে, অন্য জনকে কি ভাবে  ভাষা শিখাতে
আসে? বন্ধু আগে নিজে ভাষা জ্ঞান শিখো।
পরে আমাদের শিখাও

Post a Comment

0 Comments