Ticker

6/recent/ticker-posts

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য
                            -- কামাল উদ্দিন।

তাং ১১/০৪/২০১৯ইং।

শুধু তোমার জন্য হয়তো কাঁদবে হৃদয় কিছু দিন,
চলে যদি যাবে তবে কেন এসেছিলে থাকতে অল্প দিন।।

আমি তোমাকে মনে রাখব, যত দিন আমি আছি
তোমার হাসিটা অনেক মধুর যেন মৌচাঁকে মৌমাছি।।

তোমার চলে যাওয়াটা বেদনার, হয়তো তুমি বুঝনি,
তাই তো তোমাকে ছেড়ে আমি আসতে চাইনি।।

আসতে হবে তাই আসলাম, তবে বিদায় জানিয়ে,
তুমি কি এভাবেই চলে যাও সবাইকে কাঁদিয়ে।।

এভাবে চলে যাবে তুমি, কখনো ভাবিনি,
তোমার নামটা কি ছিলো এখনো জানা হয়নি।।

নামটা আর জানা হলনা ওগো অজানা সাথী,
যাবার বেলায় বলে গেলেনা, তুমি বিনে কেমনে থাকি।।

চলে যদি যাবেই তুমি তবে কেন এসে ছিলে,
মনে অজান্তে হয়তো মোরে ভাল বেসেছিলে।।

বারে বারে বলতে মোরে  বয়সটা আমার কত,
হয়তো জানার অনেক সখ ছিলো বুকে নিয়ে ক্ষত।।

কোথায় যাবে জানিনা, আর জানাও হবেনা,
বিদায় বেলায় তাই জানাই তোমায় বিদায়ী শান্তনা।।

কাঁদায়ে গেলা বন্ধু  তুমি নিজেও কাঁদিয়ে,
ভাল থেকো বন্ধু কোন এক অজানা গাঁয়ে গিয়ে।।


 প্রিয় বন্ধুরা,,
কেমন লাগলো?  দয়া করে জানাবেন।
জানালে হয়ত, বন্ধু হারানোর ব্যথা গুলো ভুলে
থাকা সম্ভব।

Post a Comment

0 Comments