Ticker

6/recent/ticker-posts

ইলিশ ভাজা

            ইলিশ ভাজা
             কবি গোলাম রব্বানী


আহা কি মজা পান্তার সাথে ইলিশ ভাজা
খাচ্ছে যারা তাজা,আসলে তারা সবাই হাবা,

নববর্ষের নামে আনন্দে নামাজ করছে কাযা,
উৎসবের নামে দিবস পালন করে, করছে শিরক তাজা,

এদিনের কারনে আল্লাহ্ একদিন দিবেন সাজা,
নববর্ষ পালন না করে চলুন,ঈমান করি তাজা।

ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ্ আমাদের একদিন করবেন রাজা
আরাম আয়েশে থাকব সবাই ইলিশ খাব তাজা,

যদি হতে পারি আল্লাহ্ এর পথে একজন মনোনীত  রাজা।ইনশাল্লাহ দেবে না সাজা, কারণ সে দিন থাকব সবাই আল্লাহ্ এর মনোনীত রাজা।

দীর্ঘ জীবনে থাকবে শুধু সুখ আর সুখ ,
শিরক কারি রা থাকবে সাজাই বেহুঁশ, তাই দিন আসিতেই আল্লাহ্ সবাই কে দিন হুঁশ,

শিরক থেকে বেঁচে থাকার অতুলনীয় বুঝ।

Post a Comment

0 Comments