আপন মনে পথ চলা
-------- কামাল উদ্দিন।
তাং ২১/০৪/ ২০১৯ং।
আপন মনে পথ চলা
ছবিটি পিছন হতে তোলা,
কাজ হতে বাসায় ফিরছিলাম
সন্ধাঁ বেলা।।
পথ চলি আপন মনে
অনেক কিছুই ভাবি,
আমি বুঝতামনা
উঠবে আমার ছবি।।
ক্যামেরায় ছিলো লিটন ভাই
বাড়ি কিশোর গঞ্জ,
চলন্ত অবস্থায় করছে ফ্লাশ
তাই পিঠটা হয়েছে কুঁজো।।
এটা একটা ফান বটে
শত কষ্টের মাঝে,
মনের ভিতরটা দুঃখে ভোরা
এ গুলো করা কি সাঁঝে?
0 Comments