Ticker

6/recent/ticker-posts

দেবর ভাবির ভালবাসা

দেবর ভাবির ভাল বাসাঃ
 কামাল উদ্দিন।
তাং ২৬/০৪/২০১৯ইং।

দেবর ভাবির ভাল বাসা গল্পটি পুরোপরি না পড়ে কেউ
মন্তব্য করবেননা। দেখি আপনার কাজে লাগার মত
কিছু লিখতে পারিকিনা।
 বড় ভাই বিয়ে করে যখন বউ বাসায় নিয়ে আসে, তখন
ছোট ভাই নিজেকে অনেক সুখি ভাবে, যদি মনের সাথে
মন মিলে যায়। দেবর বাজারে বাদাম কিনে একা খেতে
পারেনা, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিয়ে ভাবির জন্য বাদাম নিয়ে আসে। যদি দেখে ভাই ঘরে বা বাড়িতে
আছে, তখন দেবরের মনটা অনেক খারাপ লাগে।
কখন ভাই ঘর হতে বের হবে? এই প্রতিক্ষায় বাড়ির উঠানে পায় চারি করে। একটু সুযোগ পেলেই
ভাবির আঁচলে বাদামের পটলাটি বেঁধে দেয়।

কাজটা করতে পারলে, নিজেকে তখন অনেক সুখি
ভাবে। ও দিকে ভাবিও ভাল কিছু রান্না হলে দেবরের
জন্য বাটিতে করে রেখে দেয়, একে বলে ভাল বাসার
সেতু বন্ধন। দেবর ভাবির ভালবাসা টা ততদিন মজবুদ
থাকে, যত দিন দেবর বিয়ে করে বউ ঘরে নিয়ে আসে
যখন ভাবির জা আসে তখন হতে দেবর ভাবির ভালবাসা ধীরে ধীরে কমতে থাকে। এঅবস্থায় কিছু দিন চলে, পরে দুই জালের বিবাদ বাজে, তখন হতে
দেবর ভাবির ভালবাসা ক্ষীন হতে থাকে।
এক সময় ভাবির কোলে বাচ্চা আসে  নিজের বউয়ের
পেটেও বাচ্চা আসে, তখন হতে দেবর ভাবির ভালবাসাটা দুরে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে।
কোন কোন সংসারে পাঁচ / সাত বছর সংসার একত্র
থাকে, পরে আসতে আসতে পরিবারটা ভাগ হয়ে যায়।
তখন তাদের সন্তানদের নিয়ে কিছু হিংসা হিংসির
সুচনা হয়। এক পর্যায়ে দেবর ভাবির ভিতরে কথা
বার্তা বন্ধঁ হয়ে যায়।
আমরা কখনো বড় ভাবিদের ঋন শোধ করতে
পারবনা। যে ঘরে একদিন হাসির সূর্য উদয় হয়েছিলো
দেবর বিয়ে করার পরে সেই ঘরে সূর্য অস্তমিত প্রায়।
সংসারের আসবাব পত্র নিয়ে দুই জায়ের ভিতরে দ্বন্দ লাগে অর্থ সম্পদ নিয়ে বড় ভাইয়ের সাথে ঝগড়া হয়,
দেবর ভাবির কথা বন্ধ হয়ে যায়, এ বিরহ সহ্য করা যায়না।ঐ ভাবি দেবরকে  এখন দুই চোক্ষের শত্রু ভাবে,
ভাবিকে দেখলে দেবর আগের মত ভাবেনা, একদিন
তাদের ভালবাসাটা আগ্নেয়গিরির রূপ ধারন করে,
কেউ কাউকে দেখতে পারেনা, তাদের দীর্ঘ দিনের
ভালবাসাটা আগুনের কুন্ডের মত জ্বলে।
অতচ দেবর ভাবি আগের মতই আছে, শুধু নেই তাদের
ভালবাসার তেজ। এটা বাস্তব অভিজ্ঞতা হতে রচনা
করা হল, কেউ বলিয়েননা আমরা দেবর ভাবির জুটিটা
অটুত রাখবো, তাহলে আমি বলব, এটা মিথ্যা বলা হবে। আজ যে ভাবি গোলার মালা ছিলো, সেই ভাবি লোহার ফোলা হয়ে বুকে আঘাত করতে প্রস্তুত হয়েছে।

Post a Comment

0 Comments