শ্রদ্ধা ও স্নেহের মিলন মেলা
------------------------ কামাল উদ্দিন।
তাং ০৮/০৪/২০১৯ং।
শ্রদ্ধা ও স্নেহের মিলন মেলা
কোন এক বিকেল বেলা,
ছবিটা ফারুক মামার
দোকানে তোলা।।
ভাই তার আদরের বোনকে
স্নেহ করছে হৃদয়ে জড়িয়ে
বোনটি আজ ধন্য
বড় ভাইয়ের স্নেহ আদর পেয়ে।।
ভাল বাসা শ্রদ্ধা সবই বিধাতার দান
আমরা মুগ্ধ হলাম
তাদের স্নেহ মায়া মমতার বন্ধন দেখে
এ যেন হয়না কভু ম্লান।।
0 Comments