কোথায় পাব তোমাকে
----------------------- কামাল উদ্দিন।
তাং ০৮/০৪/২০১৯ইং।
কোথায় পাব তোমাকে
যতই খুজি তোমায়,
হয়তো সুখেই আছো
তোমার বিহনে অশ্রু গড়ে যায়।।
সদায় হেসেছো তুমি
কখনো রেগে যাওনি,
তোমার মহত্বের কথা
আজও ভুলিনি।।
সবার হৃদয় চোখ এক না
তাই হয়তো তোমাকে কেহ খুজেনা,
আমি তো অবিরাম খুজি তোমায়
এক বার এসে দেখা দাওনা।।
তোমার চাহুনিটা ছিলো বাঁকা নয়নে
ঘারটা ছিলো সর্ব পরি নীঁচু,
তুমি আজ আমাদের মাঝে নেই
কিন্তু তোমার আদর্শ দাঁড়িয়ে আছে, মাথা করে উঁচু।।
বিধাতা তোমায় ক্ষমা করুক
জীবনের যত গুনা,
কবরের আযাব কমিয়ে দিক
করুক তোমার প্রতি করুনা।।
0 Comments