Ticker

6/recent/ticker-posts

ভোরের পাখি

ভোরের পাখি
      --------_----_---- কামাল উদ্দিন।

তাং ০৮/০৪/২০১৯ইং।

ভোরের পাখি জাগলো ব্যস্ত ডানা নিয়ে
সারা দিন উড়বে আকাশে অণ্যের তালাশে।

কোথায় পাবে খাবার, জুটবে কি জুটবেনা
এ নিয়ে নেই মাথা ব্যথা শুধুই উড়ছে মুক্ত আকাশে।

তাদের নেই জান যট নেই বিরম্বনা বিরাম হীন পথ চলা
কোথায় শীকার পাবে তা জানা নেই তাতে কিবা আসে।

সমুদ্রের পারে বা নদীর কিনারায় শুধুই অপেক্ষা
চোখটা সদায় স্থীর যদি মরা লাশটা ভেসে আসে।

বাসায় তাদের ক্ষুদার্থ ছানা চেয়ে থাকে আকাশ পানে
সারা দিন অনাহারে অপেক্ষায় আছে  মায়ের আগমনে।

কখনো ঝাঁক বেঁধে কখনো বা দল এড়িয়ে
এভাবেই উড়ে চলে নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে।

দিন শেষ সন্ধাঁয় ফিরছে নীড়ে আনন্দের গান গিয়ে
বিষন্ন মন ছানাটা অজগর খেয়েছে গিলিয়ে।

নিজের জীবনের নেই নিশ্চয়তা কখন বিঁধে তীর
এভাবেই কেটে যায় রাত ভোরের অপেক্ষায় অধীর।

Post a Comment

0 Comments